লৌহজং থেকে শাহিনুর নামের ১১ বছরের একটি মেয়ে নিখোঁজের ২ দিন পর সিরাজদিখান থানা পুলিশ উদ্ধার করে স্বজনদের হাতে তুলে দিয়েছে। শাহিনুর লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের সিংগারহাটি গ্রামের মো. আনোয়ার হোসেনের মেয়ে। তারা ঢাকার যাত্রাবাড়িতে বসবাস করেন। নিখোঁজের ৪ দিন আগে দাদার বাড়ী লৌহজংয়ে বেড়াতে এসেছিল সে। গত শুক্রবার সকালে সিংগারহাটি থেকে নিখোঁজ হয়। শনিবার রাত ১০ টার দিকে সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের কাকালদী গ্রামের রাস্তা থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
গতকাল রবিবার বেলা ১২ টার দিকে মেয়েটির দাদা মোহন বেপারী ও দাদী মর্জিনাসহ কয়েকজন আত্বীয় স্বজন সিরাজদিখান থানায় আসলে, তাদের হাতে মেয়েটিকে তুলেদেন সিরাজদিখান সার্কেল সিনিয়র এএসপি মো. রাজিবুল ইসলাম ও থানা অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন।
শাহিনুরের বাবা টেলিফোনে প্রতিবেদককে জানান, পুলিশের প্রতি কৃতজ্ঞ মেয়েটিকে তারা দ্রুত উদ্ধার করায় ফিরে পেয়েছি। লৌহজং ও যাত্রাবাড়ী থানায় বিষয়টি জানিয়েছিলাম। শাহিনুর ডেমরা সারুলিয়া মাদরাসায় পড়ত। বেশ কিছুদিন যাবৎ মানসিক সমস্যা দেখা দিয়েছে। মহাখালীতে ডাক্তার দেখিয়েছি। হারানোর ৪ দিন আগে আমাদের গ্রামের বাড়িতে দাদা-দাদীর কাছে বেড়াতে গিয়েছিল।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন জানান শুক্রবার রাত ১০ টার দিকে খবর পাই একটি মেয়ে কাকালদী রাস্তায় কান্না-কাটি করছে সাথে কেউ নেই। আমি ঘটনাস্থলে গিয়ে নিয়ে আসি। মেয়েটি কোন নাম ঠিকানা বলে নাই, মানষিক সমস্যা আছে। পরে তথ্য নিয়ে জানতে পারি লৌহজং থেকে নিখোঁজ হয়েছে। তার পরিবারের লোকজনকে খবর পাঠাই। রবিবার দুপুরে তার দাদী মর্জিনা বেগমের হাতে শাহিনুরকে তুলে দেই।