জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে 'বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে বীমার গুরুত্ব'-- শীর্ষক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ ক্যাম্পাসে বিআরডিবি হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শ্রীমঙ্গলের বিভিন্ন কলেজের প্রায় ২০ জন প্রতিযোগী অংশগ্রহন করে।
প্রতিযোগিতায় বিজয়ী তিনজন হলো- প্রথম স্হান অধিকারী দ্বারিকাপাল মহিলা কলেজের একাদশ শ্রেনির ছাত্রী সৈয়দা আয়শা, দ্বিতীয় স্হান অধিকারী একই কলেজের একাদশ শ্রেনির ছাত্রী শ্রাবনী ভৌমিক ও তৃতীয় স্হান অধিকার করেছে বাডস রেসিডেনসিয়্যাল মডেল স্কুল এণ্ড কলেজের একাদশ শ্রেনির ছাত্র হাতিম আল আমিন চৌধুরী।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় বীমা দিবসের অনু্ষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম। এ সময় উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল সদর ইউপি চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, দ্বারিকা পাল মহিলা কলেজের প্রভাষক প্রদীপ কুমার বিশ্বাশ প্রমুখ।