“বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি” এ স্লোগানের মধ্য দিয়ে নোয়াখালীার কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ১ম জাতীয় বীমা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে এ উপলক্ষে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বসুরহাট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন, সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা, কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইলিয়াছ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ কামাল পারভেজ প্রমূখ।