দেবহাটায় উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১২ টায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শফিউল বশারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, কৃষি কর্মকর্তা শরীফ মোঃ তিতুমীর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, তথ্যসেবা কর্মকর্তা শামসুন্নাহার, আমার বাড়ি আমার খামার প্রকল্পের সমন্বয়কারী মুক্তা মন্ডলসহ পানি ব্যবস্থাপনা কমিটির বিভিন্ন সদস্যবৃন্দ। সভায় র্যালী ও আলোচনা সভাসহ দিবসটি পালনে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।