জালিয়াতি করে বাংলাদেশ কৃষি ব্যাংক শ্যামনগর শাখা থেকে সাত লাখেরও বেশী টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারকচক্র। জমির ভূয়া কাগজ প্রদর্শণ করে প্রায় এক বছর পুর্বে চার কিস্তিতে ঐ টাকা উত্তোলন করা হয়। সংশ্লিষ্ট মৌজা ও খতিয়ানে কোন জমি না থাকার পরও নকল কাগজ তৈরী করে ব্যাংক কতৃপক্ষের চোখে ধুলো দিয়ে তাদের ঋণ পাওয়ার ঘটনা বিস্ময়ের সৃষ্টি করেছে।
আতাউর রহমান ও জিয়াউর রহমান নামের দুই ভাই ৪১৬, ৪৬৮, ১২২ ও ৮৯ নম্বর ব্যাংক কেসের অনুকুলে সাত লাখ চল্লিশ হাজার টাকা উত্তোলন করে। তারা দু’জন শ্যামনগর উপজেলার ঈশ^রীপুর ইউনিয়নের গোমানতলী গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র।
জানা গেছে নভেম্বর ২০১৮ থেকে ২০১৯ সালের ফেব্রুয়ারী সময়ের মধ্যে ভাই অজিয়ার ও আতাউরের স্ত্রী ফিরোজাসহ পরিবারের সাত সদস্যরের নামে ঐ টাকা উত্তোলন করা হয়। ২০/১১/১৮. ২৫/১১/১৮, ০৪/১২/১৮ এবং ০৭/০২/১৯ তারিখে উত্তোলনকৃত টাকার জন্য আটুলিয়া মৌজায় ৭৪৬, ৭৪৭ ও ৭৪২ নম্বর এস এ ক্ষতিয়ানে পৈত্রিক সুত্রে প্রাপ্ত ৮.৯২ একর জমির মালিকানার কাগজপত্র জমা দেয় তারা।
কিন্তু অনুসন্ধানে জানা গেছে আটুলিয়া মৌজায় তাদের নামে এক শতকও জমি নেই। উপজেলা সেটেলমেন্ট অফিসের যে পর্শ্চা ও ডিপি খতিয়ান ব্যাংকে জমা দেয়া হয়েছে সেগুলোও জাল। এমন ভূয়া কাগজপত্র জমা দিয়ে ব্যাংক থেকে ঋণ পাওয়ার ঘটনার সাথে ব্যাংক কতৃপক্ষের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।
অনুসন্ধানকালে জানা গেছে এক বছর মেয়াদী ঋণ প্রস্তাবের অনুকুলে এসব টাকা উত্তোলন করা হলেও অদ্যাবধি কোন টাকা জমা দেয়নি প্রতারক চক্র। এদিকে নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হলেও প্রদত্ত ঋণের টাকা আদায়ে ব্যাংক কতৃপক্ষের তৎপরতা চোখে পড়েনি।
এবিষয়ে আতাউর রহমান জানান, আমার আব্বা যে কাগজপত্র দিয়ে ইতিপুর্বে ঋণ নিত, আমি সেগুলো জমা দিয়ে ঋণ নিয়েছি। জমির মালিকানার বিষয়ে তিনি বলেন, আগের ফাইলে থাকা খাজনার দাখিলা দেখিয়ে আটুলিয়া ইউনিয়ন ভূমি অফিস থেকে নুতন দাখিলা গ্রহন করি। তবে ‘সময়মত টাকা পরিশোধ করা হবে’ বলেও তিনি জানান।
এবিষয়ে কৃষি ব্যাংকের ঋণ কর্মকর্তা আব্দুল আহাদ বলেন কিছুদিন আগে তিনি সংশ্লিস্ট এলাকার দায়িত্ব পাওয়ায় ঋণের দায় তার নয়।
ঋণ প্রদানকারী কর্মকর্তা মাসুদুল কবীর জানান, আতাউর রহমানের পিতার নামে ঋণ সংক্রান্ত ফাইল দেখে তিনি তা নবায়ন করেছেন মাত্র। তবে খাজনা পরিশোধের রশিদ যথাযথ ছিল বলে তিনি দাবি করেন।
শ্যামনগর শাখা ব্যবস্থাপক আব্দুল জলিল প্রামানিক জানান, চার মাস পুর্বে তিনি সংশ্লিষ্ট শাখায় যোগদান করায় প্রদত্ত ঋণের বিষয়ে কিছু জানেন না। গত চার/পাঁচ দিন পুর্বে বিষয়টি অবহিত হওয়ার পর তিনি তদন্ত করার উদ্যোগ নিয়েছেন।
স্থানীয় সুত্রে জানা গেছে আতিয়ার রহমান এলাকার একজন চিহ্নিত মামলাবাজ ও প্রতারক। মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানীসহ জাল-জালিয়াতি করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনৈতিক সুযোগ সুবিধা নিয়ে থাকে।