নোয়াখালীর সেনবাগ উপজেলার ফেনী নোয়াখালী মহাসড়কের ৪ লেন রাস্তার প্রসস্ততকরণের জন্য রাস্তার একদিক থেকে জমিন অধিগ্রহণ না করে রাস্তার উভয় পাশ্ব থেকে সমহারে নেওয়ার দাবীতে সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন করেছে সেনবাগ অন্যতম বানিজ্য কেন্দ্র সেবারহাট বাজারের কয়েকশ ব্যবসায়ী।
রোবরার বেলা ১১টার দিকে সেনবাগের সেবারহাট বাজার জমিন অধিগ্রহণ প্রতিরোধ কমিটি আহ্বায়ক প্রকৌশলী আবুল খায়েরর সভাপতিত্বে ও বাজারের ব্যবসায়ী মাসুদ মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন বাজারের ব্যবসায়ী আবদুল ওহাব, আবদুল হক মেম্বার, হাজ্বী আবুল কাশেম, আবুল খায়ের, আহছান হাবিব, বেলাল হোসেন ও আবুল কালাম আজাদ প্রমুখ। শেষে বাজাওে দুফুর ১২ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত আধা ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় ৫দফা কর্মসূচি ঘোষনা করা হয়।
সাংবাদিক সম্মেলন বক্তরা বলেন- ১৯৫০-৫১ সালে ফেণী - নোয়াখালী মহাসড়ক করার জন্য সরকার জমিন অধিগ্রহণ করে। তাদের দাবী ওই অধিগ্রহণকৃত জমিন সম্পূর্ন ভাবে নেওয়ার পর লাগলে পরবর্তীতে জমিন নিবে। কিন্তু সড়ক ও জনপথ বিভাগ নতুন করে জমিন অধিগ্রহণ করার কারণে তাদের জীবিকার একমাত্র অবলম্বন টুকু হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে। তাই তাদের দাবী রাস্তার উত্তর পাশে^ সরকারের খাস জমিন রয়েছে। ওই জমিন থেকে সমহারে অধিগ্রহণ করলে তাদের পরিবার, সন্তান সস্ততির জীবিকার শেষ সম্বল টুকু বাঁচবে।