'বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি'-- এ প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গলে প্রথমবারের মতো ও সারাদেশের ন্যায় আজ ১ মার্চ জাতীয় বীমা দিবস নানা কর্মসুচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ সকাল ১১ টায় বিশাল একটি বর্ণাঢ্য র্যালি শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো উপজেলা পরিষদে এসে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বীমা দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনু্ষ্িঠত হয়। সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আঞ্চলিক সমন্বয়কারী মো. কামরুজ্জামান মহসিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল সদর ইউপি চেয়ারম্যান ভানুলাল রায়, চাটার্ড লাইফ ইন্সুরেন্সের শ্রীমঙ্গল অফিস ইনচার্জ ইমাম হোসেন সোহেল, সোস্যাল ইসলামি ব্যাংকের শ্রীমঙ্গল শাখার ব্যবস্হাপক মনিরুল ইসলাম, ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের ইনচার্জ মো. আন্নাছ মিয়া, পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের ইনচার্জ সাবজুল আহমদ, ফারইষ্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের ইনচার্জ মো. হামিদুর রহমান প্রমুখ।
পরে 'বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে বীমার গুরুত্ব' শীর্ষক রচনা প্রতিযোগিতা অনু্ষ্িঠত হয়। পরে তিনজন বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন সুত্র জানায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ তৎকালীন আলফা ইন্স্যুরেন্স কোম্পানীতে যোগদান করেন। এ দিনটিকে স্মরণ করে সরকার ১ মার্চ-কে 'জাতীয় বীমা দিবস' হিসেবে ঘোষণা করেছে।
বীমা শিল্পের উন্নয়ন ও বীমা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি ব্ছর র্যালি, বীমা মেলা, আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে এ দিবসটি পালন করা হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।