বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রথমবারের মত পালিত হলো বীমা দিবস। পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে ও সন্ধানী লাইফ ইন্সুরেন্সের সার্বিক সহযোগিতায় রোববার সকাল ১১ টায় পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি অডিটোরিয়ামে এসে শেষ হয়। অডিটোরিয়াম প্রাঙ্গনে বেলুন উড়িয়ে বীমা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এরপর পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিতে বীমা বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মোজাহারুল হক প্রধান। বক্তব্য রাখেন, বিভাগীয় সিনিয়র ডিজিএম মোস্তফা আল কামাল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, পঞ্চগড় সন্ধানী লাইফ ইন্সুরেন্সের রিজিওনাল কো-অর্ডিনেটর মো: রফিকুল ইসলাম প্রমূখ। এরপর বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে বীমার গুরুত্ব বিষয়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও অতিথিদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় পঞ্চগড়ে বিভিন্ন বীমা প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।