ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমি: এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাহবুব উল আলম বলেছেন,দেশ এখন উন্নয়নের রোল মডেল হিসাবে এগিয়ে যাচ্ছে। তথায় ব্যাংকগুলো দেওলিয়া হয়ে পড়ার মত কথা প্রশ্নই আসে না। কোন মহল উন্নয়নের বাধাগ্রস্থ করতে এমন গুজবে কান না দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন,ইসলামী ব্যাংক জাতীয় উন্নয়নে নারী-পুরুষকে কাধেঁ কাঁধ মিলিয়ে দারিদ্রমুক্ত একটি সুষম সমাজ গড়ে তোলার আশা ব্যপ্ত করেন। গতকাল রবিবার সকালে গাছবাড়িয়ায় ইসলামী ব্যাংক চন্দনাইশ শাখা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
দক্ষিণ চট্টগ্রামের জোন প্রধান ইয়াকুব আলীর সভাপতিত্বে শাখা উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মওলানা সোলাইমান ফারুকী,পৌর মেয়র মাববুল আলম খোকা, গাছবাড়িয়া কলেজের অধ্যক্ষ মতিউর রহমান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাষ্টার নুর মোহাম্মদ, চৌধুরী আমীর মো: সাইফু্িদ্দন,মোহাম্মদ আবদুল গাফ্ফার, ফরিদুল আলম চৌধুরী ও মওলানা মুসলেহ উদ্দিন নেজামী প্রমুখ।