‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’ এই শ্লোগান নিয়ে প্রথম বারের মতো সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরেও জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
রোববার (০১ মার্চ) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরআগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি করা হয়। পরে র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুর্নরায় চত্বরে এসে শেষ হয়।
এতে আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ ছোট মনির, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আবদুল হালিম এ্যাডভোকেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাসরীন পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমান, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম প্রামানিক, উপজেলা বীমা উন্নয়ন অফিসার্স অ্যাসোসিয়েশন সভাপতি মো. আবদুর রাজ্জাক মিঞা, লোকবীমা ডিভিশনের টাঙ্গাইল জেলা সমন্বয়ক সিরাজুল ইসলাম কিসলু প্রমুখ।