বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কেরামত মার্কেট সংলগ্ন গোবিন্দ পালের বাড়ির দুই ভাড়াটিয়া ব্যাংকার মিরাজুল ইসলাম মল্লিক ও সুমা আক্তারের ঘরের তালা ভেঙ্গে গতকাল দুপুরে দুর্বৃত্তরা চুরি করে।
ঘর মালিক মিরাজুল ইসলাম বলেন, সকালে তাদের পরিবার বাড়িতে না থাকায় এই চুরি সংঘটিত হয়। তারা বাড়িতে এসে দেখেন তার ঘরের সমস্ত মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে এবং ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ ৫২ হাজার টাকাসহ অন্যান্য মালামাল চুরি হয়েছে। অন্য দিকে বেসিক ব্যাংকের হিসাবরক্ষক সুমা আক্তার বলেন, তার পরিবারের লোকজন ঘরে এসে দেখে তার ঘরের তালা ভেঙ্গে দুর্বৃত্তরা একটি দামি ল্যাপটপ, সোনার আংটি ও চেইনসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে ফকিরহাট মডেল থানাকে জানানো হয়েছে।
উল্লেখ্য, ফকিরহাটের বিভিন্ন এলাকায় প্রতিদিনই এমন ঘটনা ঘটছে। এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো সতর্ক থাকতে হবে বলে মনে করছেন স্থানীয়রা।