রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাদিরা ইয়াসমিন জলি এমপি বলেছেন, বিদ্যালয় শিক্ষার্থীদের মেধা বিকাশের শুধু মাধ্যমই নয় বিদ্যালয় নৈতিক শিক্ষা গ্রহণের অন্যতম একটি প্রতিষ্ঠান। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহন করলেই চলবে না তার পাশাপাশি তাদের সাংকৃতিক চর্চা ও খেলাধুলাও করতে হবে।
শনিবার সকালে পাবনার ১২৮ নং প্রভাতী পরিষদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কালে তিনি এসব কথা বলেন।
এমপি জলি বলেন, সাংকৃতিক চর্চা ও খেলাধুলা করলে শিক্ষার্থীরা তাদের পড়াশুনার প্রতি আগ্রহী হবে এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধি পাবে। কারণ সাংস্কৃতি ও খেলাধুলা একজন মানুষকে সকল খারাপ কাজ থেকে বিরত রাখে। তাই শিক্ষার্থীদের মনবিকাশ গঠনে শিক্ষা গ্রহনের পাশাপাশি সাংকৃতিক চর্চা ও খেলাধুলার প্রয়োজন অপরিসীম।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আনিসুজ্জামান দোলনের সভাপতিত্বে ও সদস্য সাইফুল ইসলাম সুরুজ’র পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মুনছুর রহমান,উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা সাঈদা শবনম, বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ মহসিন সহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।