শ্রীমঙ্গলের মতিগঞ্জে উপাধ্যক্ষ মো. আবদুস শহীদ কলেজের স্হায়ী ক্যাম্পাসে নবনির্মিত প্রশাসনিক ভবন ইস্পাহানী ভবন ও মুজিব কর্ণারের শুভ উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনু্ষ্িঠত হয়েছে।
এ উপলক্ষে শনিবার কলেজ ক্যাম্পাসে আয়োজিত অন্ষ্ঠুানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডি'র সভাপতি মো. ইমতিয়াজ আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আবদুস শহীদ এমপি।
অন্ষ্ঠুানে গেস্ট অব অনার হিসেবে উপস্হিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিন।
বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, এম এম ইস্পাহানী লিমিটেডের চিফ অপারেটিং কর্মকর্তা এম গোলাম মোস্তফা, ফিনলে টি কোম্পানির চীফ অপারেটিং কর্মকর্তা তাহসিন আহমেদ চৌধুরী, মৌলভীবাজার পল্লি বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শিবু লাল বসু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সাধারন সম্পাদক সহিদ হোসেন ইকবাল প্রমুখ।
অন্ষ্ঠুানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পিয়ালী ভৌমিক। পরে কলেজের প্রতিষ্ঠাতা ও অনুষ্ঠানের প্রধান অতিথি উপাধ্যক্ষ ড. আবদুস শহীদ এমপি নবনির্মিত প্রশাসনিক ভবন ও মুজিব কর্ণারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন করেন।