বেগমগন্জ উপজেলার আমানউল্লাহপুরে বিদ্রোহী স্পোর্টিং ক্লাব এর আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্যাডমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।শুক্রবার রাত ১১ টায় আইয়ুবপুর ছাদু নেতার বাড়ীর সামনে মহেশপুর ও কাছি হাঁটা তরুণ সংঘের মাঝে ফাইনাল খেলা হয়।মহেশপুরকে হারিয়ে বিজয়ী হিসেবে জায়গা করে নেন কাছিহাটা তরুণ সংঘ।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনী পৌর আঃলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রিয়াজ।,বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আঃলীগের সাঃসম্পাদক মোঃখোকন,এডভোকেট খোরশেদ আলম,শামসুল আলম রতন,যুবলীগ নেতা মোঃহারুন,নূর-ইসলাম,প্রমুখ।