সিরাজদিখানের বালুচর ইউনিয়নের হাজী আবু বকর সিদ্দিক আদর্শ উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিদ্যালয় মাঠে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব লুৎফর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন। বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ। এ ছাড়া আরো অথিতিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনূল হাসান নাহিদ, বিকল্প যুবধারা কেন্দ্রীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ আসাদুজ্জামান বাচ্চু, ইছাপুরা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল মতিন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগ সাবেক যুগ্ন সম্পাদক ইকবাল হোসেন সুরুজ প্রমুখ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরুদ রঞ্জন রায়ের সার্বিক তত্ত্বাবানে, সিনিয়র শিক্ষক আবুল কাশেম ও সহকারি শিক্ষক শরিফুল ইসলামের সঞ্চালনায়, বিকাল ৫ টার দিকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।