রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজশাহী- চাঁপাই নবাবগঞ্জ মহাসড়ক কাদিপুর এলাকায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা গেলে একই পরিবারের বাবা,মা দুই সন্তান সহ ৬ জন নিহত হয়েছে। আহত হয়ে মূমুর্ষ অবস্থায় বাবা ও মেয়ে ভর্তি আছে।
একই পরিবারের নিহতরা হলেন, রাজশাহী মহানগরীর ভদ্রা মুন্নাফের মোড়ের আক্কাশ আলী (৪০) স্ত্রী হাসনারা (৩৫) মেয়ে মুশফিরা (৭) ও তিনমাস বয়সের ছেলে আদিব হাসান। অপর পরিবারের গোদাগাড়ীর পৌর এলাকার কেল্লাবারুইপাড়া গ্রামের আশিয়া বেগম (৩৫) ও প্রাইভেট কারের চালক পবা মেহেরচন্ড গ্রামের মাহবুবুর রহমান (৩৭)। এদের মধ্যে নিহত আশিয়া বেগমের স্বামী রমজান আলী ও মেয়ে রাফিয়া (২) গুরুতর জখম অবস্থায় রামেকের আইসিইউতে চিকিৎসা করা হচ্ছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শিরা জানান, শনিবার (২৯ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার কাদিপুর এলাকায় রাজশাহী হতে আসা গোদাগাড়ী গামী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয় মহাসড়কের পাশে গাছে ধাক্কা দেয়। এতেই ঘটনা স্থলেই প্রাইভেট কারটি দমড়ে মুচড়ে যায়। কারটি গাছের সাথে ধাক্কা মারলে বিকট শব্দে আশে পাশের লোকজন ছুটে যায়। দুর্ঘটনার পর কারের গ্যাস সিলিন্ডার হতে ধোয়া বের হলে সাহস করে কেউ তাদের উদ্ধার করতে পারে নি। পরে ধোয়া নিয়ন্ত্রণ হলে এবং গোদাগাড়ী ফায়ার সার্ভিসকে খবর দিলে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কমীরা কারের ভিতরে আটকে থাকাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে তিন জন ঘটনা স্থলেই মারা যায় এবং বাকি তিনজনকে রামেকে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করে।
নিহত আশিয়ার চাচা মাটিকাটা কলেজের অধ্যাপক আকবর আলী বলেন, তারা রাজশাহী শহর হতে গোদাগাড়ীর মহিশালবাড়ী এলাকায় বিয়ের বাড়ীতে যাচ্ছিলো পথিমধ্যে এই ঘটনায় তারা মারা যান।
গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) নৃত্যপদ দাস বলেন, প্রাইভেট কার দুর্ঘটনার বিষয়টি খুব মর্মান্তিক। ঘটনাস্থলে নিহত তিন জনের লাশ থানায় নিয়ে আসা হয়েছে। উদ্ধর্তন কর্মকর্তাদের কথা বলে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারে কাছে দেওয়া হবে বলে জানান।