নোয়াখালীর সেনবাগে মুক্তিযুদ্ধকে জানো সংগঠনের উদ্যোগে বাংলাদেশরমুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ শনিবার লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজের “বীর বিক্রম” শহীদ তরীক উল্লাহ অডিটোরিয়ামের অনুষ্ঠিত হয়েছে।
মুক্তিযুদ্ধকে জানো সেনবাগ উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা সোলেশান বাহারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম দিদারের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ পূর্ব আণোচনা সভায় প্রধার অতিথি ছিলেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মোহাম্মদ শাহাজাহান শেখ পিপিএম। প্রধান আলোচক মুক্তিযুদ্ধকে জানো সংগঠনের চেয়ারম্যান গোলাম হায়দার,বিশেষ অতিথি নোয়াখালী জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও জেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার জি.এস আবুল কাশেম, প্রধান বক্তা ছিলেন মুক্তিযুদ্ধকে জানো নোয়াখালী জেলা শাখার সভাপতি হুমায়ুন কবির ভূঁঞা, লায়ন জাহাঙ্গীর আলম মহিলা কলেজের অধ্যক্ষ শংক চন্দ্র দে,বেগমগঞ্জ উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার¦ুল হাসেম কমান্ডার, সেনবাগ থানার ওসি তদন্ত মোঃ আলমগীল হোসেন,সেনবাগ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সেক্রেটারী প্রবীর রঞ্জন ভৌমিক,কল্যান্দী ফয়জুল উলুম দাখিল মাদরাসার সুপার আক্তারুজ্জামান ফয়েজী,মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন বিএসসি।
আলেছণা সভা শেষে অতিথি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ক্রেস্ট,সনদপত্র তুলে দেন।