নওগাঁর সাপাহারে নয়’শ গ্রাম গাঁজা ও এক বোতল ফেন্সিডিল সহ এনামুল (৩০) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় গাঁজা ব্যবসায়ী এমদাদুল নামে একজন পলাতক রয়েছে।
পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ উপজেলার বড় বৈকন্ঠপুর গ্রামের শামসুদ্দীনের ছেলে এমদাদুলের বাড়ীতে অভিযান চালিয়ে ১ বোতল ফেন্সিডিল সহ উপজেলার আশড়ন্দ গ্রামের মৃত রহিমের ছেলে এনামুলকে আটক করে। পরে এমদাদুলের বাড়ী তল্লাশী করে ৯’শ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এ সময় এমদাদুল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আটককৃত ও পলাতকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করে শনিবার সকালে আটকৃতকে জেলা আদালতে প্রেরন করা হয়েছে বলে জানান।