জামালপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের সহায়তায় বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ আবু আব্দুল্লাহ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ ফেব্রয়ারী শনিবার রাত আড়াইটার দিকে শহরের বোষপাড়া গ্রামীন ব্যাংক সংলগ্ন জাহাঙ্গির এর বাসায় বাল্য বিয়ের সংবাদ পায় প্রশাসন। পরে সেখানে গিয়ে শহরের কাচারীপাড়া এলাকার আবদুল আলীর ছেলের আবু রায়হানের সাথে বোষপাড়া এলাকার সাদেক আলীর মেয়ে ৯ম শ্রেণীর ছাত্রী সাবিনা আক্তার এর বাল্য বিয়ের কাজ বন্ধ করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাল্য বিয়ের আয়োজন করার অপরাধে ছেলের বাবা আবদুল আলী ও মেয়ের বাবা মোঃ সাদেক কে ১০ হাজার টাকা জারিমানাও অনাদায়ে ৩ মাসের জেল দেওয়া হয়। এ ছাড়া বাল্য বিবাহ আইনত দন্ডনীয় অপরাদ জেনেও এ কাজ করার অপরাধে বর ও কণেকে এবং এ কাজে সহায়তা করার জন্য বাড়ির মালিক জাহাঙ্গির কে মুললেকা নেওয়া হয়।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ আরিফুর রহমান, নির্বাহী ম্যাজিষ্টেট এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ ,এস আই অসীম কুমার সহ আরও অনেকে।