শ্রীমঙ্গলে সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ২০১৯-২০২০ অর্থ বছরে প্রাপ্ত নতুন বরাদ্দ অনুযায়ী বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহিতা ভাতা এবং অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতার উন্মুক্ত বাছাইকরন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শ্রীমঙ্গল পৌরসভা প্রাঙ্গনে এই উন্মুক্ত বাছাইকরন অনু্ষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে উন্মুক্ত বাছাইকরন অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া , শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সুয়েব হোসেন চৌধুরী প্রমুখ।
শ্রীমঙ্গল পৌরসভায় আজ ৩৭ জন বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহিতা ভাতা ৪৭ জন, প্রতিবন্ধী ভাতা ২৩ জনসহ মোট ১০৭ জনকে বাছাই করা হয়। ২০১৯--২০২০ অর্থ বছরের জন্য নতুনভাবে এদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সুয়েব হোসেন চৌধুরী জানান, ২০১৮-২০১৯ অর্থ বছর পর্যন্ত প্রাপ্ত বরাদ্দ ও ২০১৯-২০২০ পর্যন্ত নতুন প্রাপ্ত বরাদ্দ মিলিয়ে এখন শ্রীমঙ্গল পৌরসভায় বয়স্ক ভাতা ৫৩৬ জন, বিধবা ও স্বামী নিগৃহিতা ভাতা ৩৩৪ জন ও অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা ১৬৮ জন অর্থাৎ মোট ১০৩৮ জন এই ভাতা পাবেন। যার জন্য মোট বরাদ্দকৃত টাকার পরিমান ৬৭ লাখ ৩২ হাজার টাকা।