বৃহস্পতিবার রাতে যশোরের মণিরামপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নুরুল হক ওরফে কেরু নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছে। ঘটনার রাত ৩টার দিকে যশোর-চুকনগর সড়কের মনিরামপুর বেগারিতলা নামক স্থানে গোলাগুলির ঘটনায় নুরু ডাকাত নিহত হয়। এ সময় ৩ পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ানশ্যুটারগান, এক রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত ডাকাত নুরু মণিরামপুরের ভোজগাতী গ্রামের মৃত মাজেদ গাজীর পুত্র। তার বিরুদ্ধে অস্ত্র ডাকাাতিসহ অন্তত ডজনখানেক মামলা রয়েছে।
কেশবপুর থানার ওসি জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুরে কেশবপুর উপজেলার চিংড়াখালী এলাকায় একটি ইজিবাইক ছিনতাইকালে নুরুল হক নামে এক ব্যক্তিকে স্থানীয় জনতা আটকের পর পুলিশের নিকট সোপর্দ করে। এরপর খোঁখবর নিয়ে জানাযায়, জনতার হাতে আটক ব্যক্তি মনিরামপুরের কুখ্যাত ডাকাত নুরু। তার বিরুদ্ধে ১০টি ডাকাতিসহ অস্ত্র মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এক পর্যায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাত নুরুল হক তার সহযোগী ও অস্ত্রের তথ্য দেয়। আটক নুরুল হকের স্বীকারোক্তিতে অস্ত্র উদ্ধারে কেশবপুর ও মণিরামপুর থানা পুলিশের যৌথভাবে মনিরামপুর উপজেলার বেগারিতলা এলাকার একটি নার্সারির সামনে পৌঁছুলে নুরুল হকের সহযোগীরা পুলিশি উপস্থিতি টের পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালালে নুরুল হক কেরু গুলিবিদ্ধ হয়। এ সময় পুলিশের কনস্টেবল নাজির আহম্মেদ (কং-৯০০), জিয়াউল হক (কং-১৪৯৪) ও সুদেব কুমার সানা (কং-১৮২০) আহত হন। এক পর্যায় সন্ত্রাসীরা পিছু হটলে নুরুল হককে মৃত অবস্থায় উদ্ধার করে যশোর ২শ’৫০ শয্যা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটার গান, এক রাউন্ড গুলি ও ৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় মনিরামপুর থানায় এটি মামলা দায়ের করা হয়েছে।