প্রবাসী পাত্রের বয়স ২৮ বছর। আর কনের বয়স মাত্র ১১ বছর। শিশু শিক্ষার্থীর বিয়ের দিনক্ষণ ছিল ঠিকঠাক। গাঁয়ে হলুদেও অনুষ্ঠান হয়েছে গত বুধবার। আর বৃহস্পতিবার ছিল বিয়ে। বিয়ে ভেঙ্গে দিয়েছে প্রশাসন। ফলে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল শিশু শিক্ষার্থী। উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিয়ের সব আয়োজন সম্পন্ন করেন উভয় পরিবারের লোকজন। এতে বাঁধ সাধে উপজেলা প্রশাসন। কারণ পাত্রের বয়স ২৮ হলেও কন্যার বসয় মাত্র ১১ বছর। সে স্থানীয় পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ের নথিপত্রে এবং প্রথম জন্ম সনদে তার জন্ম তারিখ লিখা রয়েছে ১০ জুলাই ২০০৮। বিয়ের কার্য সম্পাদন করার জন্য মেয়ের পরিবার স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে আরেকটি জন্ম সনদ সংগ্রহ করেন, যেখানে ওই শিক্ষার্থীর জন্ম তারিখ লিখা রয়েছে ১০ ফেব্রুয়ারি ২০০২। বিয়ের অনুষ্ঠানের সকল আয়োজন সম্পন্ন। বর আসবে। নিকাহ রেজিষ্ট্রার নিবন্ধন করবেন। সকলেই অপেক্ষায়। বাঁধ সাজে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মোসা ও কর্মকর্তা ইনচার্জ মো. শাহাদাত হোসেন দুজনেই কিছুটা নড়েচড়ে ওঠেন। বরের পিতা ও কনের মাকে ডেকে থানায় নিয়ে আসেন। কনে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে সম্পন্ন করবেন না মর্মে দুজনই লিখিত মুছলেকা দেন। সরাইল থানার ওসি শাহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শিশু শিক্ষার্থীর মা তাঁর মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে মুছলেখা দিয়েছেন।