ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সেলিম মিয়া (২৭) নামের এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। গত বুধবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সেলিম মিয়া উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের চাকসার গ্রামের বাসিন্দা। গ্রেপ্তারের পর সেলিমকে থানা থেকে ছাড়িয়ে নিতে দফায় দফায় তদবির করেছেন জনৈক জনপ্রতিনিধি সহ কয়েকজন কথিত সমাজপতি।
পুলিশ ও মামলার এজহার সূত্রে জানা গেছে, চাকসার গ্রামের মো. আ: রশিদের ছেলে সেলিম মিয়া। ইট ব্যবসায়ি সেলিম মিয়া কয়েক মাস ধরে একই গ্রামের এক গৃহবধূকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। ওই গৃহবধূর স্বামী মধ্যপ্রচ্য প্রবাসী। গৃহবধূ অভিযোগ করেন, প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় সেলিম মিয়া তাঁকে অপহরণের হুমকি প্রদান করে। তিনি বিষয়টি স্বামী ও তাঁর পরিবারকে অবহিত করেন। গত সোমবার রাত ১১ টার দিকে সেলিম মিয়া তাঁকে একাধিকবার মুঠোফোনে কল দেন। এতে সাড়া না পেয়ে একই সময়ে সেলিম মিয়া ওই গৃহবধূর টিনসেট ঘরের দরজা ভাঙ্গার চেষ্টা চালায়। এ সময় তিনি ভয়ে দরজা খুললে সেলিম মিয়াসহ ৩-৪ জন মিলে ওই গৃহবধূকে অপহরণ করে সিএনজি চালিত একটি অটোরিকশাযোগে পার্শবর্তী কালীকচ্ছ গ্রামে নিয়ে যায়। সেখানে একটি পাকা ভবনে আটকে রেখে হত্যার হুমকি দিয়ে রাত চারটা পর্যন্ত ধর্ষণ করে। রাত চারটার পর সেলিম মিয়া গৃহবধূকে চাকসার গ্রামের রাস্তায় রেখে পালিয়ে যায়।
ওই গৃহবধূ গত বুধবার রাত সোয়া নয়টার দিকে সরাইল থানায় সেলিম মিয়ার বিরূদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। রাতেই পুলিশ সেলিম মিয়াকে গ্রেপ্তার করে। গতকাল সেলিম মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।