রাজশাহীর তানোরে রাতের আধাঁরে এক ইউপি মেম্বারের প্রায় ৬৫টি ফলজ গাছ কেটে সাবাড় করে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতে উপজেলার বহরইল গ্রামে এ ঘটনা ঘটে। এনিয়ে উপজেলার বাধাঁইড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বাধাঁইড় ইউপির বহরইল গ্রামের ভান্দাল মৌজায় বছর দুয়েক আগে মেম্বার তার নিজস্ব ২ বিঘা জমিতে লিচু ও আমের গাছ রোপণ করেন। এসব গাছের মধ্যে ৪০টি লিচু ও ২৫টি আম গাছ ছিল। বুধবার রাতে কে বা কারা গাছগুলো কেটে সাবাড় করে ফেলে। এতে মেম্বারের লক্ষাধিক টাকার ক্ষতি হয়।
গাছের মালিক আবদুল লতিব মেম্বার জানান, আমি গ্রামে নিরপেক্ষ সালিশ-বিচার করে থাকি। কিন্তু তার শালিস-বিচার হয়তো কোন পক্ষ মেনে নিতে না পেরে আমার বাগানের সাথে শত্রুতা করেছে। আমি আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে থানায় অভিযোগ করেছি। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
এনিয়ে তানোর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, এসংক্রান্ত বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।