পঞ্চগড়ের আটোয়ারীতে তিন গরু চোর কে আটক করা হয়েছে। জানাগেছে, এলাকাবাসী গত বুধবার রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের তেলিপাড়া গ্রামে চোর সন্দেহে এই ৩ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন। আটককৃতরা হলেন, উপজেলার তোড়িয়া ইউনিয়নের কাটালী গ্রামের পজির উদ্দীনের পুত্র মোঃ নাজমুল হক (২৯), দারখোর গ্রামের কামাল এর পুত্র আনছারুল ওরফে নওশাদ (২৩), কাটালী ভেদুপাড়া গ্রামের আকতার আলীর পুত্র আরফান ওরফে ভুট্টু (২৬)। পরে তাদের জিজ্ঞাসাবাদে গত দুই রাতে গরু চুরির বিষয়টি শিকার করেন। উল্লেখ্য যে, গত ১৯ তারিখ রাতে পাটশে^রী গ্রামের হিরেন চন্দ্রর বাড়ি থেকে ২টি গরু, ২১ তারিখ রাতে মহসীন পাড়া গ্রামের আইনুল হকের বাড়ি থেকে ২টি গরু চুরি করে নিয়ে যায় আটককৃতরা। যথারীতি গত কাল রাতে একই এলাকায় চুরি করতে যাওয়ার সময় এলাকাবাসীর হাতে ধৃত হয় এই তিন যুবক। বৃহস্পতিবার দুপুরে চুরি মামলায় তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।