বাংলাদেশ কেমিষ্টস্ এ- ড্রাগিস্টস্ সমিতির আয়োজনে কাপাসিয়া উপ-শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে ২৭ ফেব্রুয়ারি বৃহষ্পতিবার সকালে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। পরে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়েছে।
উপজেলা সদর বাজারের সুবেদ আলী মার্কেটের দ্বিতীয় তালায় সংগঠনের স্থানীয় কার্যালয়ে অহিদুজ্জামান জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিষ্টস্ এ- ড্রাগিস্টস্ সমিতির গাজীপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ নাসির উদ্দিন।
জাহাঙ্গীর কবিরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুর জেলা শাখা কেমিষ্টস্ এ- ড্রাগিস্টস্ সমিতির সহ-সভাপতি হোসাইন আজিম কাইজার (জিন্নাহ), আবদুস ছাত্তার, সদস্য মোঃ নুরুল ইসলাম, গাজীপুর মহানগর ওষুধ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ মোবারক হোসেন, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী বদু, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন প্রধান, ওষুধ ব্যবসায়ী রাজা মস্তফা প্রমূখ।
কাউন্সিল পর্বে উপস্থিত ওষুধ ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে অহিদুজ্জামান জামানকে সভাপতি ও জাহাঙ্গীর কবিরকে সিনিয়র সহ-সভাপতি এবং সম্ভু দাস ও দেলোয়ার হোসেন কে সহ-সভাপতি মনোনীত করা হয়।
নির্বাচিত সম্মানিত সদস্যরা হলো- বিলকিস ফাতেমা, রামদুলাল সরকার, সমীর দাস, পবিত্র কুমার সাহা, কৃষ্ণ চন্দ্র দে, রুপম, মাসুম মিয়া, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, মনির হোসেন, মোমেন, মোক্তার হোসেন, রাসেল।