নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালি শেষে দলীয় কার্যালয়ে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুল হক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল খালেক চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য ফাতেমা জিন্নাহ ঝর্ণা, নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাতিজাতুল কোবরা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বজলুর রশীদ, পৌর আওয়ামী লীগের সভাপতি শহীদুল আলম বেন্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বিলাশ, সাধারন সম্পাদক তাসরিফ হোসেন সম্পদ, নজিপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আরমান আরী নাহিদ, ছাত্রলীগ নেতা কৌশিক দাশ রানা প্রমূখ।
ছবি ক্যাপশনঃ নওগাঁর পত্নীতলায় মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কর্তন করেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুল হক।