নওগাঁর পত্নীতলায় বুধবার রাত ১১টায় গগণপুর মাবুদিপাড়া গ্রামে মো. আবু সাঈদ নামে মসজিদের এক ঈমামের বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সে ওই গ্রামের ময়েন উদ্দিনের ছেলে এবং মহাদেবপুর উপজেলার মহিনগর জামে মসজিদের ঈমাম। খবর পেয়ে মহাদেবপুর উপজেলার ফায়ার সার্ভিস কর্মীরা রাত ১২টায় গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনের লেলিহান শিখায় প্রায় সাড়ে ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
ভুক্তভোগি ইমাম মো. আবু সাইদ জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সাকিট হতে আগুনের সুত্রপাত হতে পারে। আগুন লাগার সময় বাড়িতে তাঁর মা মোসাঃ আলেয়া একাই ছিলেন। আগুনে রড ক্রয়ের জন্য রাখা নগদ ১লাখ টাকা, ১৫মণ চাল, বাড়ির সকল আসবাবপত্র, কাপড়চোপড়, ৬টি মুরগী, ৭টি হাঁসসহ সব পুড়ে ছারখার হয়ে গেছে। পুড়ে যাওয়া মালামালের মূল্য প্রায় সাড়ে ৪লাখ টাকা বলেও তিনি জানান। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা এ রিপোর্ট লিখা পর্যন্ত ভুক্তভোগী পরিবারের সদস্যরা খোলা আকাশের নীচে অবস্থান করছিল।