পাবনার চাটমোহর উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেথ মুজিবুর রহমানের জন্মদিন,জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আঃ হামিদ মাস্টার। সভায় বক্তব্য দেন,ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন,জেলা পরিষদ সদস্য মোঃ হেলাল উদ্দিন,জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ,সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকতেখারুল ইসলাম,ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম,ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন,সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান,প্রাণি সম্পাদ কর্মকর্তা মহির উদ্দিন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলী,শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম,দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল,দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন,অধ্যক্ষ এম এ মতিন,আওয়ামী লীগ নেতা মোঃ শামসুজ্জোহা প্রমূখ। এ সময় সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,সাংবাদিক,কৃষক,রাাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।