পাবনার চাটমোহর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। ২০১৯-২০ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ-১ মৌসুমে উপজেলার ১শ’ জন চাষীর মাঝে শীতকালীন মুগ ডালের বীজ,১শ’ ৫০ জনর মাঝে গ্রীষ্মকালীন মুগ ডালের বীজ ও ২শ’ জন চাষীর মাঝে গ্রীষ্মকালীন তিলের বীজ বিতরণ করা হয়। প্রত্যেক চাষীকে ফসল অনুযায়ী ১০ কেজি থেকে ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়। মোট ৪ লাখ ৫০ হাজার টাকার বৃষি প্রণোদনার সার ও বীজ দেওয়া হয়েছে। বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান। স্বাগত বক্তব্য দেন,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এ মাছুমবিল্লাহ। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আঃ হামিদ মাস্টার। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন,জেলা পরিষদ সদস্য মোঃ হেলাল উদ্দিন,জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ,সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকতেখারুল ইসলাম। এ সময় সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,সাংবাদিক,কৃষক,রাাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।