জয়পুরহাটের ক্ষেতলালে স্বচ্ছল পরিবারকে জমি আছে বাড়ী নাই প্রকল্পের ঘর বরাদ্দ দেয়ায় উপজেলার তুলশিগঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সন্মেলন করেছে বঞ্চিত দৃুটি পরিবার। বুধবার উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সন্মেলনে তুলশিগঙ্গা ইউনিয়নের নামাআটি গ্রামের ডলি বেগম ও বিনসারা গ্রামের রায়হান আলী বলেন,“আমরা অতি গরীব মানুষ, আমাদের জায়গা আছে কিন্তু বসবাসের কোন ঘর রাড়ী নাই। কোন মতে ঝুপড়ি ঘরে পরিবার পরিজন নিয়ে বসবাস করছি। সরকারের বরাদ্দকৃত গৃহহীনদের জন্য গৃহনির্মাণ কর্মসূচীর আওতায় ইউপি চেয়ারম্যান জনাব হাইকুল ইসলাম মোল্লা বরাবরে আবেদন করি। চেয়ারম্যান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অগাহ্য করে আমাদের চেয়ে অপেক্ষাকৃত স্বচ্ছল পরিবার ও বসত বাড়ী ও বেশি জায়গা আছে এমন পরিবারকে নিয়ম বর্হিভূত ভাবে সরকারী ঘর বরাদ্দ দিয়েছেন। এ বিষয়ে গত ১৬ ফেব্রুয়ারী তারিখে ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত আবেদন করে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অনুলিপি প্রেরন করেছি। আমাদের মত অসহায় গরীব ছিন্নমূল গৃহহীন পরিবারকে বঞ্চিত করে স্বচ্ছল পরিবারকে চেয়ারম্যান ঘর বরাদ্দ করেছেন। ফলে সরকারী এই মহতী কর্মসূচীর উদ্দেশ্যকে তারা ব্যহত করছে। সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন করে প্রতিকার না পেয়ে অবশেষে সাংবাদিকদের মাধ্যমে ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী এবং সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অসহায় দুঃখী পরিবারের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি”। এ সময় সংবাদ সন্মেলনে অসহায় পরিবার দুটির স্বজন ও স্থানীয় গন মাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে তুলশিগঙ্গা ইউপি চেয়ারম্যান হাইকুল ইসলাম লেবু মোল্লা বলেন, সরকারী ঘর পাওয়ার শর্ত পুরুন করতে না পারায় অভিযোগকারীগনকে ঘর বরাদ্দ দেয়া সম্ভব হয়নি।
উপজেলা প্রকল্প বিষয়ক কর্মকর্তার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বঞ্চিতদের অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্তাধিন আছে।