জামালপুর প্রতিনিধি॥আউট সোর্সিং বাতিল করে শ্রমিকদের নিয়মিতকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামালপুর কৃষি ফার্ম শ্রমিকরা। গত ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি আঞ্চলিক কৃষি গবেষনা কেন্দ্রের কারখানা থেকে শুরু হয়ে কেন্দ্রের ইক্ষু গবেষণা হয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সভাপতি বেনজির আলম, সাধারণ সম্পাদক লাল মিয়া ও কেন্দ্রীয় সদস্য আবদুর রৌফ, সহ-সভাপতি মো: হাবিব মিয়া, সহ-সাধারণ সম্পাদক মো: রেজাউল, কোষাধ্যক্ষ আবদুল হাকিমসহ ফেডারেশনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে তাদের দাবি মেনে নেয়ার জন্য কর্তৃপক্ষের কাছে আহবান জানান। অন্যথায় বৃহৎ আন্দোলনের যাওয়ার ঘোষণা দেয়া হয়।