শেরপুরে পিকনিক বাসের চাপায় ভ্যান চালকসহ দুই জন নিহত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় শেরপুর-জামালপুর সড়কের কুসুমহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতা ঘাতক বাসে (ঢাকা মেট্রো ব-১৫-৩০১৫) আগুন ধরিয়ে দেয়।
নিহতরা হলেন- শেরপুর সদর উপজেলার ছয়ঘড়িপারা গ্রামের মৃত সাবর আলীর ছেলে ভ্যান চালক হালিম উদ্দিন (৪৫) ও একই গ্রামের মৃত এমাজ উদ্দিন মিস্ত্রির ছেলে কাসেম মিয়া (৩৫)। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুুলিশ জানায়, টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার পাথাইলকান্দি চাইল্ডকেয়ার প্রিক্যাডেট স্কুল থেকে শেরপুরের গজনীতে পিকনিকে আসা একটি বাস পিকনিক শেষে সন্ধ্যায় ফেরার পথে উপজেলার কুসুমহাটি এলাকায় পিছন থেকে একটি ভ্যানকে চাপা চাপা দেয়। এ সময় ভ্যানের চালক হালিম ও ভ্যানযাত্রী কাশেম ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার পর পরই উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় শেরপুর জামালপুর সড়কে যান চলাচল প্রায় ঘন্টাব্যাপি বন্ধ থাকার পর পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।
শেরপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আবুল বাশার জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম বলেন লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।