রাজশাহীর গোদাগাড়ীতে আগামী ৩ মার্চ (২০২০) মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন (দুদক) এর গণশুনানি উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও গোদাগাড়ী দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সোমবার (২৭ ফেব্রুয়ারী ২০২০) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভারপ্রাপ্ত ইউএনও ) মোহাম্মদ ইমরানুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশন রাজশাহী বিভাগীয় পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম।
বিশেষ অতিথি ছিলেন, দুদকের রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম।
সভায় আরো উপস্থিত ছিলেন, গোদাগাড়ী পৌর মেয়র মনিরুল ইসলাম বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, গোদাগাড়ী মডেল থানার ওসি খাইরুল ইসলাম।
এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্কুল-কলেজেরন প্রধান, সামাজিক সংগঠন, সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভায় জানানো হয় আগিম ৩ মার্চ কিভাবে দুদকের শুনানি গ্রহণ করা হবে, কেন করা হবে এবং তা হতে উপকারিতা কি?।
রাজশাহী বিভাগীয় দুদকের পরিচালক মোরশেদ আলম জানান, দেশব্যাপি দেশরত্ন শেখ হাসিনায় দুদকের অভিযানের একটি অংশ। এই শুনানিতে কোন আতঙ্কিত হবার কিছু নেই। কোন জনসাধারণ সেবা নিয়ে অসুবিধা বা হয়রানি হলে তা লিখিত ভাবে জানালে আমরা তা সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে তা কাজটি সহজেই করাতে সহযোগিতা করা। এখানে কাউকে দোষী বা হয়রানি করার উদ্দেশ্য নেই। তাই সকলকে সেদিন সহযোগিতা করার জন্য অহ্বান জানান। এছাড়াও দুদকের শুনানিতে ব্যাপক প্রচার প্রচারণা চালাতো হচ্ছে বলে জানান। স্থানীয়দের দুদকের নিয়মাবলি অনুযায়ী কোন সেবাগ্রহীতা অসুবিধায় পড়লে তা অভিযোগ করতে বলেন।