সাতক্ষীরার পাটকেলঘাটা থানার কাশিপুর দাখিল মাদরাসার মাওলানা শিক্ষক আবু মোছা (৪৮)বুধবার সন্ধায় স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছে। পুত্রের মৃত্যুর খবরে বৃহস্পতিবার ভোরে পিতা কেরামত আলী (৮০) মৃত্যুবরন করেন। পিতাপুত্রের জানাজা নামাজ দুপুর ২টায় গ্রামের বাড়ি সেনপুর অনুষ্ঠিত হবে। পিতাপুত্রের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মাদরাসার সুপার শেখ আবদুল মমিন জানান শিক্ষকের অকাল মৃত্যুতে মাদরাসা একদিনের সাধারন ছুটি ঘোষনা করা হয়েছে।