কালিগঞ্জের উজয়মারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রহমত আলীর বিরুদ্ধে সরকারি গাছ কাটাসহ বিভিন্ন অভিযোগ উঠেছে।এঘটনায় ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আজিজুল হক, প্রভাস কুমার মল্লিক, শেখ আবু সাঈদ ও মোহাম্মদ মনিরুল আলম জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ৩১ নম্বর উজয়মারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান মোহাম্মদ রহমত আলী দীর্ঘদিন যাবত বিদ্যালয়ের দায়িত্ব পালন করছেন। তিনি বরাবরই বিদ্যালয়ের সহকারী শিক্ষক বৃন্দের সাথে অসৎ আচারণ করেন। কিন্তু তিনি প্রধান শিক্ষক হওয়ায় কেহই তার বিরুদ্ধে মুখ খোলেন না। সম্প্রতি তিনি বিদ্যালয়ের সরকারি মেহগনি গাছ ও বিদ্যালয়ের পরিত্যাক্ত লোহার গ্রীল অবৈধভাবে বিক্রয় করেন। গত বছর সরকারিভাবে প্রদত্ত জাতীয় শোক দিবস পালনের অর্থ আত্মসাৎ করেন। তাকে ভালো পরামর্শ দিতে গেলে তিনি ক্ষমতার দাপট দেখান। যার কারণে শিক্ষকগণ সঠিকভাবে সততার সাথে কাজ করতে পারছেন না। তার এধরণের কার্যক্রমের ফলে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল দেশ গড়ায় বিঘ্নিত হচ্ছে।
এমতাবস্থায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সচেতন মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।