কালিগঞ্জের ঐতিহ্যবাহী জামিআ’ এমদাদিয়া তা’লীমুল কোরআন মাদরাসার পাশে জোরপূর্বক মহিলা সমিতির অফিস নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের মুহতামিম পীরে কামেল আলহাজ শেখ অজীহুর রহমান সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কালিগঞ্জ সদরে অবস্থিত স্বনামধন্য ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠান জামিআ’ এমদাদিয়া তা’লীমুল কোরআর মাদরাসাটি প্রায় ৪০ বছর পূর্বে স্থাপিত হয়েছে। এটি একটি ইসলামি ইউনির্ভাসিটি। যেখানে পুরুষ ও মহিলাসহ সব শাখা রয়েছে। এই মাদরাসাটি সাতক্ষীরা জেলার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে প্রায় ১ হাজার শিক্ষার্থী লেখাপড়া করেন। অথচ এই প্রতিষ্ঠানের পাশে জোরপূর্বক মহিলা সমিতির অফিস নির্মাণ করা হচ্ছে। যার কারণে সর্বশ্রেণির মানুষের মনোকষ্ট এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় ওমর ফারুক সোহাগ, আজিজুর রহমান, জালাল উদ্দিন, রিয়াজুল ইসলাম, সাইফুল ইসলাম, শেখ লুৎফর রহমানসহ একাধিক ব্যক্তি জানান, এই প্রতিষ্ঠানে ক্বারীআনা, হাফিজিয়া, মাওলানা, মুফতিসহ বিভিন্ন শাখা রয়েছে। এই প্রতিষ্ঠান থেকে প্রতিবছর শত শত শিক্ষার্থী পড়ালেখা করে ক্বারী, হাফেজ, মাওলানা, মুফতি পাশ করছে। অথচ একই এলাকার শেখ মুনছুর আলীর ছেলে কামরুজ্জামান ডাবলু, বদরুজ্জামান বাবলু, রোকনুজ্জামান লাভলু, শেখ কিসলু গং জোরপূর্বক এই দ্বিনী প্রতিষ্ঠানের পাশে মহিলা সমিতির অফিস নির্মাণ করছে যা এই অঞ্চলের মানুষের অনুভূতিতে আঘাত করছে।
এমতাবস্থায় মাদরাসার পাশ থেকে মহিলা সমিতির অফিস বা কার্যক্রম বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সর্বস্তরের জনগণ।