কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত নাসিম বিশ্বাসের ছেলে বীর মু্িক্তযোদ্ধা আরিজুল হক বিশ্বাস (৭০) আর নেই। বুধবার বেলা দেড়টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় আরিজুল হক বিশ্বাস বুকে ব্যথা অনুভব করায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার বাদ জোহর জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আরিজুল হক বিশ্বাসের দাফন সম্পন্ন হবে।