হাম রুবেলা টিকাদান কর্মসূচি সফল ভাবে বাস্তবায়নের লক্ষে পাবনায় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছে জেলা সিভিল সার্জন।
বুধবার সকালে পাবনার সিভিল সার্জন ডাঃ মেহেদী ইকবালের সভাপতিত্বে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ কে এম আবু জাফর, ডাঃ তারিকুল ইসলাম, বাংলাদেশ বেতারের জেলা সংবাদদাতা সুশীল কুমার তরফদার, বাংলাদেশ টুডের জেলা প্রতিনিধি আব্দুল হামিদ খান, দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুল জব্বার, দৈনিক নতুন বিশ^বার্তার প্রকাশক শহীদুর রহমান শহিদ, একাত্তুর টিভির মুস্তাফিজুর রহমান, এশিয়ান টিভির কামাল আহম্মেদ. জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট রবিউল আলম প্রমুখ।
আগামী ১৮ মার্চ থেকে এই কার্যক্রম শুরু হয়ে চলবে ১১ এপ্রিল পর্যন্ত। ৯মাস থেকে ১০ বছর বয়সের সকল শিশু এই টিকাদান কর্মসূচির আওতায় পরবে। জেলার প্রথম থেকে চতুর্থ শ্রেনীতে অধ্যায়নরত ২হাজার ৭শত ৫৮টি স্কুলের সকল শিক্ষার্থীকে এই টিকা প্রদান করা হবে। এছাড়া জেলার গুরত্বপূর্ন স্থানে ভ্রাম্যমান টিকাদন কেন্দ্রসহ দূর্গম এলাকাগুলোতে স্বাস্থ্যসেবা কর্মীরা টিকা প্রদান করবেন। ২ হাজার ১’শ৫৪ জন সেচ্ছাসেবক ও ৮’শ ১৪জন টিকাদানকারী এই কর্মসূচিতে অংশ নিবেন।