সরকারি শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজ কচুয়ার ২৫তম বার্ষিক ক্রিয়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান বুধবার কলেজের নিজস্ব মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মারুফুল আলম। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক মীর সাখওয়াত আলী দারু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য পত্নী মিসেস ফরিদা আক্তার বানু,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম তালুকদার, মঘিয়া ইউনিয়ন চেয়ারম্যান এ্যাড. পঙ্কজ কুমার অধিকারি। অনুষ্ঠানে স¦াগত বক্তৃতা করেন অত্র কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন স্কুল পরিচালনা পর্ষিদের বিভিন্ন সদস্য, স্থানীয় রাজনৈতিক নেত্রীবৃন্দ সহ সকল শিক্ষক, ছাত্রী গার্ডিয়ান ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ্।অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।