“নিরাপদ ফসলে ভরবো দেশ-গড়বো মোরা শেখ মুজিবের সোনার বাংলাদেশ” এ প্রতিপাদ্যের আলোকে মোল্লাহাটে কৃষি মেলা-২০২০ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে এবং মোল্লাহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে বুধবার দুপুর ১টায় উপজেলা পরিষদ চত্বরে তিন দিন ব্যপী এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীনের সভাপতিত্বে ওই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাহ কুমার বিশ্বাস, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বিনয় কৃষ্ণ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসান। এ ছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবঃ অধ্যক্ষ আসগর আলী, ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবির, এস,কে, হায়দার মামুন, মোঃ বাবলু মোল্লা, প্রেস ক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, নির্বাচন কর্মকর্তা প্রবীর কুমার মল্লিক, শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মোঃ মহিদুল কবির, সাংবাদিক মোঃ আমির আলী, মোঃ জেহাদ সিকদার প্রমূখ।