মোল্লাহাট উপজেলার দক্ষ যুব ও যুব মহিলাদের নিরাপদ, নিয়মিত ও মানসম্পন্ন অভিবাসন নিশ্চিত করণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্বাবধানে বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস ও উপজেলা প্রকৌশলী শওকত হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওসমান হামিদ, যুবউন্নয়ন কর্মকর্তা এস,এম, মিজানুর রহমান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সাংবাদিক মোঃ আমির আলী, শরীফ মাসুদুল করিম, মোঃ জেহাদ সিকদার, শেখ শাহিনুর ইসলাম শাহিন, মোঃ মনিরুজ্জামান মোল্লা, এস,এম, মিজানুর রহমান ও মোঃ ইমলাক হোসেনসহ জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাগেরহাটের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজীর ইনস্ট্যাক্টর