নোয়াখালীর সেনবাগ উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষনাকে কেন্দ্র করে সাবেক এমপি জয়নুুল আবদিন ফারুক গ্রুপ ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান বাহার গ্রুপের মধ্যে বুধবার বিকেলে ধাওয়া পাল্টা ধাওয়া ,সংঘর্ষ, ব্যাপক গোলাগুলি ও বোমাবাজীর ঘটনা ঘটেছে। এতে উভয়ের অনন্ত ১০ আহত হয়েছে। এদের মধ্যে মোঃ মোজম্মেল হোসেন ও নুর হোসেন নামে দুই জনের নাম জানাগেলেও বাকিদের নাম পরিচয় জানা সম্বব হয়নি। পরে সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধার নেতৃত্বে বিপুল সংখ্যকপুলিশ ঘটনাস্থলে পৌছে উভয়কে ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এরআগে ছমির মুন্সিরহাট বাজার সংলগ্ন বীর বিক্রম শহীদ তরিক উল্লাহ স্টেডিয়াম ও ছমির মুন্সির হাট বাজারের রণক্ষেত্রে পরিনত হয়। ভয়ে লোকজন দ্বিকবিদিক ছুটোছুটি করে এবং মুহুর্তের মধ্যে দোকান পাট বন্ধ হয়ে যায়।
জানাগেছে, সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে বাহার চেয়ারম্যানকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি ঘোষনান পূর্ব মৃহুর্তে তার নাম পরিবর্তন করা হয়েছে এমন গুজবে বাহার চেয়ারম্যান গ্রুপের কর্মী সমর্থদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এই নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে ব্যাপক আলোচনা সমালোনা শুরু হয়। যার জেরে বুধবার বিকাল ষাড়ে ৪টার দিকে বাহার চেয়ারম্যান গ্রুপের লোকজন প্রতিবাদে বিক্ষোভ মিছিল করার জন্য ছমির মুন্সিরহাট বীর বিক্রম শহীদ তরিক উল্লাহ স্টেডিয়ামে জড়ো হয়। এ সময় জয়নুল আবদনি ফারুক গ্রুপ সমর্থক জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম জহিরের লোজজন তাদের বাধা দেয়। এনিয়ে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া,সংঘর্ষ ,বোমাবাজি ও গোলাগুলির ঘটনা ঘটে।