গাজীপুরের কাপাসিয়া উপজেলা সিংহশ্রী ইউনিয়নের হাড়িয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি না করায় বিদ্যালয়ের সভাপতিকে মারধর করেন সিংহশ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহর আলী প্রধান ও তার সহযোগীরা। এই ঘটনায় মহর আলীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট হাদিউল ইসলাম নবী। আদালত আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
জানা যায়, উপজেলার সিংহশ্রী ইউনিয়নের হাড়িয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট হাদিউল ইসলাম নবী ২২ ফেব্রুয়ারি শনিবার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে। ওই অনুষ্ঠানের দাওয়াত পত্রে মোহর আলী প্রধানের নাম না থাকায় গত ২১ ফেব্রুয়ারি সন্ধায় সে তার সহযোগীদের নিয়ে বিদ্যালয়ে গিয়ে হাদিউল ইসলামকে মারধর করে। মারধরের ঘটনায় হাদিউল ইসলাম নবী বাদী হয়ে গাজীপুর আদালতে মহর আলী প্রধান ও ফজলুল হকসহ অজ্ঞাতনামা তিন-চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মঙ্গলবার বিজ্ঞ আদালত আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।