নওগাঁ’র রাণীনগর উপজেলায় আন্ত:স্কুল ঐতিহ্যভিত্তিক সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পিকেএসএফ’র অর্থায়নে বেসরকারী উন্নয়ন সংস্থা মৌসুমী “ক্রীড়া ও সাংস্কৃতিক” কর্মসূচীর আওতায় বুধবার সকালে রাণীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার ১০টি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সমন্বয়ে দেশাতœবোধক, আধুনিক ও লোক সংগীত বিষয়ে প্রতিযোগীদের মুল্যায়ন করা হয়। মৌসুমীর প্রধান নির্বাহী হোসেন শহীদ ইকবাল রানার সভাপতিত্বে¡ আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মোহম্মদ আব্দুল্লাহ আল মামুন, মৌসুমীর পরিচালক এরফান আলী, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির প্রোগ্রাম কর্মকর্তা আবদুর রউফ পাভেল প্রমূখ। প্রতিযোগিতায় ৯টি বিদ্যালয়ের প্রায় অর্ধ শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করে।