নিয়ামতপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে আরো একটি বাল্যবিয়ে বন্ধ হয়েছে। বাল্যবিয়ের শিকার ও এর ভয়াবহতার অভিশাপ থেকে রক্ষা পেয়েছে সীমা খালকোর (১৪) নামের এক আদিবাসী কিশোরী। সে কাপাষ্টিয়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাবী ছাত্রী। বুধবার তার বিয়ের দিন ঠিক করেছিল পরিবার।
স্থানীয়দের দ্বারা সংবাদ পেয়ে ইউএনও জয়া মারীয়া পেরেরা ছুটে যান তার বাড়িতে। বাবা-মাকে বাল্যবিয়ের কূফল বুঝিয়ে ১৮ বছরের আগে বিয়ে দিবনা মর্মে মুচলেকা নিয়ে বন্ধ করে দেন বাল্যবিয়ের আয়োজন। সীমা খালকোর উপজেলার হাজিনগর ইউনিয়নের পাতইল গ্রামের সিদুর মেয়ে।
ইউএনও জানান, স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় এ বাল্য বিয়ে বন্ধ করা সম্ভব হয়েছে। সীমার লেখা-পড়া চালিয়ে যেতে উপজেলা প্রশাসন তাকে সহযোগীতা করবে।