টঙ্গীর স্টেশনরোড এলাকায় ডমিনেট ফার্মেসি নামক ওষুধের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে দোকানে রক্ষিত কয়েক লাখ টাকার ওষুধ পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন। টঙ্গী ওষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি এম. এ লতিফ ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন কাজল খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
ফার্মেসির মালিক কামরুজ্জামান বাচ্চু বলেন, রাত পৌণে ১২টার দিকে দোকান বন্ধ করে তিনি বাসায় যান। বাসায় যাওয়ার পরপরই তিনি খবর পান তার দোকানে আগুন লেগেছে। ফিরে এসে দেখেন তার দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ২০মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা মো. আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত সাপেক্ষে অগ্নিকান্ডের প্রকৃত কারণ বলা যাবে।