ময়মনসিংহের গফরগাঁওয়ে ‘মুজিববর্ষের অঈীকার. পুলিশ হবে জনতার’ এই আলোকে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার হাতিখলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গফরগাঁও থানার পুলিশের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
হাতিখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে নারী ও শিশু নির্যাতন, বাল্যবিয়ের কুফল নিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন- গফরগাঁও থানার অফিসার ইনচার্জ অনুকুল সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-গফরগাঁও ইউপি চেয়ারম্যান শামছুল আলম খোকন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-গফরগাঁও থানার এস আই জাকির হোসেন, মোঃ নাজিম উদ্দিন, কাজী নজরুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাবুদ্দিন ও সবুজ প্রমুখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।