বাগেরহাটের চিতলমারীতে স্ত্রীর বিনা অনুমতিতে দ্বিতিয় বিয়ে করায় স্বামীর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড হয়েছে। বাগেরহাটের বিজ্ঞ জুডিসিয়াল মেজিষ্ট্রেট আদালত গত ২৫ ফেব্রুয়ারী (মঙ্গলবার) চিতলমারী উপজেলার আড়-য়াবর্নী চর পাড়া গ্রামের (বাদীনী) রোজিনা বেগম (হেনার)পক্ষ্যে ও তার স্বামী নিজাম উদ্দিন শেখ (৪৭) বিরুদ্ধে এ রায় প্রদান করেছেন।
নিজামুদ্দিন শেখ ওই গ্রামের মৃত: মোতালেব শেখের পুত্র। তিনি চিতলমারী সরকারী বঙ্গবন্ধু মহিলা কলেজের এম,এল, এস,এস,পদে কর্মরত রয়েছেন। তার ইনডেক্স নং- নং-৪৩০৬৬৩।
২০১৮ সালের ২৬ এপ্রিল স্বামীর বিরুদ্ধে সি, আর,৩৯ নং মামলাটি দায়ের করেন তার স্ত্রী তিন সন্তানের জননী রোজিনা বেগম (হেনা)। বাদীর পক্ষ্যের যুক্তিতর্ক উপস্থাপন করেন এ্যাভোকেট মো: আসাদুর রহমান এবং আসামীর পক্ষ্যে ছিলেন অ্যাডভোকেট এনায়েত হোসেন।
এব্যপারে মামলার বাদী রোজিনা বেগম বলেন, রায়ে আমি সন্তুষ্ট হয়েছি। কেননা ও স্বামী নামের কলঙ্ক; সে আমাকে একদিকে যৌতুকের চাপে বিভিন্ন সময় অমানুষিক নির্যতন করেছে। তিনটি সন্তান নিয়ে আমাদের অর্ধহারে অনাহারে মানবেতর দিন কাটলেও সেদিক তাকিয়ে ওই পাষন্ডের একটু মাত্র দয়া হয়নি।
উপরন্ত ওই বিস্বাস ঘাতক দ্বিতিয় বিয়ে করে আমোদ প্রমোদে দিন কাটাচ্ছে। আমাকে ও আমার সন্তানদের বাড়ীতে আশ্রায় টুকু দেয়নি। আমরা পথেপথে ঘুরছি। আমার দায়ের কৃত অন্যান্য মামলার প্রতিটায় যেন ওর সাজা হয় এটাই কামনা করি। এ ব্যাপারে আসামি পক্ষের আইনজীবী মো: এনায়েত হেসেন জানান, বিবাদী ন্যায় বিচার পাননি। আমরা উচ্চ আদালতে আপিল করবো। এরিপোর্ট লেখা পর্যান্ত আসামি নিজামুদ্দিনের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।