ময়মনসিংহ শিক্ষাবোর্ডে অধীনে আন্তঃকলেজ প্রতিযোগিতা ২০১৯-২০ ফাইনাল খেলায় ধোবাউড়ার কলসিন্দুর সরকারী উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের মহিলা ফুলবল দল নেত্রকোনা সরকারী মহিলা কলেজ ফুটবল দলকে ৭-০ গোলে পরাজিত করে আবারও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গত মঙ্গলবার ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় খেলার মাঠে বেলা ১ টায় এ খেলা অনুষ্ঠিত হয়। ফুটবল কন্যা নাজমা, সেলিনা কল্পনাদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তোলে দেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডঃ গাজী হাসান কামাল। এ সময় জেলা ক্রীড়া কর্মকর্তা আবদুল বারী, কলসিন্দুর ফুটবল দলের টিম লিডার সহকারী অধ্যাপক মালা রানী সরকার, কোচ জুয়েল মিয়াসহ আরও অনেক ক্রীড়াবিদ উপস্থিত ছিলেন। পরে এক সৌজন্য সাক্ষাৎকারে ময়মনসিংহের জেলা প্রশাসক মিজানুর রহমান ও পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজ উদ্দিন কলসিন্দুরের ফুটবল কন্যাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে আর্থিক অনুদান প্রদান করেন।